ঢাকাশনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

আরটিভি’র ১ যুগ পদার্পণে চট্টগ্রামে মিলনমেলা

মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০১৬ , ১১:১৯ এএম


loading/img

জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আরটিভি’র ১ যুগে পদার্পণে শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রামের বিশিষ্টজনরা।

বিজ্ঞাপন

মঙ্গলবার সকালে আরটিভির চট্টগ্রাম অফিসে প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানাতে আসেন জেলা প্রশাসক শামসুল আরেফিন, পুলিশ কমিশনার ইকবাল বাহার, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আব্দুস সালাম,  বনফুল গ্রুপের চেয়ারম্যান এম এ মোতালেব, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলী আব্বাস, চট্টগ্রাম টিভি জার্নালিস্ট আস্যোসিয়েশন সভাপতি সামসুল হক হায়দারী, সিটিজি মেয়রের প্রতিনিধিসহ নানা শ্রেণি- পেশার মানুষ।

বিজ্ঞাপন

আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান অতিথিদের স্বাগত জানান।

শুভেচ্ছা পর্বে অতিথিরা আরটিভি’র সংবাদ ও অনুষ্ঠানের প্রশংসা করে জানান তাদের প্রত্যাশার কথা।  সংবাদ ও অনুষ্ঠান নিয়ে দর্শকদের কাছে নিজেদের দায়বদ্ধতার কথা তুলে ধরেন টেলিভিশনের কর্মকর্তারা। দর্শকদের ভালবাসা নিয়ে আসছে দিনের পথচলার প্রত্যাশা আরটিভি পরিবারের।

বিজ্ঞাপন

২৬ ডিসেম্বর (সোমবার) ছিলো আরটিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী। এদিন সকাল থেকেই তেজগাঁওয়ের বেঙ্গল কার্যালয়ে আসেন মন্ত্রিপরিষদ সদস্য, রাজনৈতিক ব্যক্তিত্বসহ সমাজের সবস্তরের মানুষ। জানান তাদের প্রত্যাশার কথা। এসময় আরটিভির সঙ্গে থাকার জন্য সব শ্রেণি-পেশার মানুষকে কৃতজ্ঞতা জানান আরটিভির ভাইস-চেয়ারম্যান মো. জসিম উদ্দিন।

বিজ্ঞাপন

একদিন পর চট্টগ্রামে পালিত হচ্ছে ১ যুগে পদার্পণ উৎসব।

এমসি/জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |